অভিজিৎকে হত্যার স্থানে ‘মুক্তচিন্তা স্তম্ভ’-র ভিত্তিপ্রস্তর স্থাপন
সাস নিউজ ২৪ ডট কম : যে স্থানে লেখক অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছিল ঠিক সেই স্থানে নির্মিত হচ্ছে ভাস্কর্য ‘মুক্তচিন্তা স্তম্ভ’
বৃহস্পতিবার দুপুরে ‘মুক্তচিন্তা স্তম্ভ’-র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
ভাস্কর্যটি নির্মাণ করছেন ভাস্কর রাশা।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার ঐ স্থানে পিতলে নির্মিত হবে এই ভাস্কর্যটি। বিশাল বইয়ের পাতায় ঠাঁই পাবে উগ্রবাদীদের হামলায় নিহত ১২ জন লেখক, ব্লগারসহ মুক্তচিন্তা মনস্কদের প্রতিকৃতি।
ভাস্কর্যটির নকশা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ভাস্কর্যটির নির্মাণ কাজ শেষ হবে।
ভাস্কর্যটিতে যাদের প্রতিকৃতি থাকবে তাদের মধ্যে রয়েছে লেখক ড. হুমায়ূন আজাদ, প্রকাশক ফয়সাল আরেফিন দীপন, ব্লগার ওয়াশিকুর রহমান বাবু, ব্লগার আহমেদ রাজীব হায়দার, ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় নিলয়, ব্লগার অনন্ত বিজয়, অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমউদ্দিন সামাদ।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছি। রক্তক্ষয়ী সেই যুদ্ধে ৩০ লাখ শহীদের রক্ত ও কয়েক লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের নাম রচিত হয়েছে।”
তিনি বলেন, “সেই যুদ্ধের পর এখন আবার এক নতুন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। প্রতিনিয়ত মুক্তচিন্তার বিরুদ্ধে জঙ্গিবাদ, উগ্রবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে। জঙ্গিবাদীরা ধর্মের নামে আমাদের মুক্তচিন্তার মানুষদের হত্যা করছে।
“সে মুক্তচিন্তার মানুষদের মধ্যে একজন অভিজিৎ রায়। তার হত্যাকাণ্ডের স্থানে নির্মিত হতে যাচ্ছে ভাস্কর্যটির। এটা নতুন প্রজন্মের মানুষের কাছে মুক্তচিন্তার পক্ষের সৈনিকদের মানুষদের বাঁচিয়ে রাখবে।”
অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় বলেন, “জঙ্গিবাদীরা কয়েক বছর ধরে মুক্তচিন্তার মানুষদের হত্যা করছে। তাদের বিচারের দাবিতে, তাদের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ভাস্কর্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন