সাপের বিষসহ গ্রেপ্তার ৬ জন রিমান্ডে
নিউজ ডেস্ক: রাজধানীর দক্ষিণখান থেকে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেপ্তার করা ছয়জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই সাইফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে দক্ষিণখান থানাধীন গুলবার মুন্সি সরণি থেকে সাপের বিষসহ ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব-২। এসময় কাচের বোতলে রাখা ৮ কেজি ৯৬০ গ্রাম (বোতলসহ) সাপের বিষ উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত ভিডিও ও বই জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব-২ এর নায়েব সুবেদার বায়েজিদ হোসেন দক্ষিণখান থানায় মামলা দায়ের করেন।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন