শপথ নিলেন মমতা
সাস নিউজ২৪ ডট কম ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের খোলা মঞ্চে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।
নতুন মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পূর্ণমন্ত্রী হলেন ২৯ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সংখ্যা পাঁচজন। রাষ্ট্রমন্ত্রী হলেন আটজন।
এবার একসঙ্গে পাঁচজন করে মন্ত্রী শপথ নিলেন রেড রোডের শপথ অনুষ্ঠান থেকে। প্রথমে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর শপথ নেন পার্থ চ্যাটার্জি, অমিত মিত্র, শোভনদেব চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, অবনীমোহন জোয়ারদার।
এভাবে ফিরহাদ হাকিম, গৌতম দেব, অরূপ বিশ্বাস, জাভেদ খান, শোভন চ্যাটার্জি; শুভেন্দু অধিকারী, আব্দুর রেজ্জাক মোল্লা, বিনয়কৃষ্ণ বর্মণ, সাধন পান্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক; পূর্ণেন্দু বসু, রবীন্দ্রনাথ ঘোষ, শান্তিরাম মাহাত, অরূপ রায়, ব্রাত্য বসু; চন্দ্রনাথ সিনহা, চূড়ামণি মাহাত, মলয় ঘটক, রাজীব ব্যানার্জি, সৌমেন মহাপাত্র; আশিস ব্যানার্জি, তপন দাশগুপ্ত, জেমস কুজুর।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নেন শশী পাঁজা, স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লা চৌধুরী, মন্টুরাম পাখিরা, অসীমা পাত্র।
এরপর রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ পাঠ করলেন গিয়াসুদ্দিন মোল্লা, বাচ্চু হাঁসদা, গুলাম রব্বানি, সন্ধ্যারানি টুডু। প্রথমবারের জন্য মন্ত্রী হিসেবে শপথ নিলেন লক্ষ্মীরতন শুক্লা, শ্যামল সাঁতরা, ইন্দ্রনীল সেন, জাকির হোসেন। তারাও রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন