যুদ্ধাপরাধ মামলায় তাহের-ননীর ফাঁসি
২ ফেব্রুয়ারি ২০১৬, সাস নিউজ : একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় নেত্রোকোনার মো. ওবায়দুল হক ওরফে আবু তাহের এবং সদস্য আতাউর রহমান ননীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দুপুরে এ রায় দেন বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী। রায়ে বলা হয়, আসামি তাহের ও ননীর বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে চারটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এর আগে সকালে দুই আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। স্বাধীনতা যুদ্ধের সময় নিরস্ত্র মানুষকে অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগ এবং হত্যার ছয় অভিযোগ রয়েছে এই দুই আসামির বিরুদ্ধে। উল্লেখ্য, ২০১৪ সালের ১২ই অগাস্ট দুই আসামিকে গ্রেপ্তার করে নেত্রকোনার পুলিশ।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন