মার্কিন বিমানবাহী রণতরীতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন
সাস নিউজ ডেস্ক: ইয়েমেনের সামরিক বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএস আইজেনহাওয়ারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী দাবি করেছে, নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি জাহাজে আঘাত হানে।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইয়েমেনের মিসাইল ফোর্স এবং নৌবাহিনী যৌথভাবে আমেরিকার বিমানবাহী রণতরীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তিনি জানান, “এই অভিযানে কিছু ডানাযুক্ত এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। আল্লাহর শুকরিয়া, এসব ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে এবং সরাসরি জাহাজে আঘাত হানে।”
জেনারেল সারি বলেন, গতরাতে ব্রিটিশ এবং মার্কিন বিমান বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইয়েমেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হতাহত করে। এই হামলা সুস্পষ্টভাবে যুদ্ধাপরাধ।
গতরাতে ব্রিটিশ এবং মার্কিন যুদ্ধবিমান থেকে রাজধানী সানা, হুদাইদা ও তায়িজ প্রদেশের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। ইয়েমেনের সরকারি কর্মকর্তা জানিয়েছেন, হুদাইদা প্রদেশের রেডিও ভবন, কোস্ট গার্ডের ঘাঁটি এবং কয়েকটি বাণিজ্যিক জাহাজে ব্রিটিশ ও মার্কিন বিমান থেকে হামলা চালানো হয়। এতে অন্তত ১৬ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছে। এই হামলার পর ইয়েমেনি সামরিক বাহিনী কঠোর জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিল।#
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন