সাস নিউজ২৪ ডট কম : সারাদেশে সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের! বৃহস্পতিবার ঢাকা-মাওয়া মহাসড়কে অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ’র অভিযানের সময় এই নির্দেশ দেয়া হয়। এমন সময় মন্ত্রী নির্দেশ দিলেন যখন দেশে বেকারত্বের হার ক্রমেই বাড়ছে।
ওবয়াদুল কাদের বলেন, সড়ক-মহাসড়কে ব্যাপক হারে অননুমোদিত এবং নন-মোটরাইজ্ড যানবাহন চলাচল করছে। সর্বাত্মক অভিযানের মধ্য দিয়ে এসব যানবাহনের চলাচল বন্ধ করতে হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-মাওয়া সড়কের অভিযানের সময় বিভিন্ন পয়েন্ট থেকে বেশ কিছু ব্যাটারিচালিত রিকশা আটক এবং ব্যাটারি জব্দ করা হয়।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন