বিকল্প চ্যানেলেও কমেনি যাত্রী দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক: টানা ১১ দিন বন্ধের পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে গতকাল সোমবার সীমিত আকারে ফেরি চালু হয়েছে। নাব্যসংকটের কারণে টানা ৫৯ দিন ধরে রাতে ফেরি বন্ধ রয়েছে। বিকল্প চ্যানেলে দিনের বেলায় ছোট ফেরি চললেও মানুষের দুর্ভোগ কমেনি।
নামকাওয়াস্তে ফেরি চালু হলেও শিমুলিয়া-কাঁঠলবাড়ি রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দুর্ভোগ কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
লঞ্চ ও স্পিডবোটে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পার হচ্ছেন যাত্রীরা। আর রাতে পদ্মা পার হওয়ার কোনও সুযোগ নেই।
ড্রেজিং সত্ত্বেও আগের সব চ্যানেল পুরোপুরি বন্ধ। হাজরা দিয়ে এখন নতুন চ্যানেল করা হচ্ছে বলে জানান শিমুলিয়া বিআইডব্লিউটিসি ম্যানেজার আহাম্মদ আলী। আর সাড়ে ৯ কিলোমিটারের পরিবর্তে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছোট ফেরি ও লঞ্চ স্পিডবোট চলছে।
গত ৩ সেপ্টেম্বর থেকে ৭ দফায় ৩০ দিন ফেরি বন্ধ ছিল। বাকি ২৩ দিন চলেছে সীমিত আকারে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন