বিএসএফ’র হামলায় কুমিল্লা সীমান্তে তিন বিজিবি সদস্য আহত

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তে দুই নারীকে চোরাকারবারী সন্দেহে ধাওয়া করে বিএসএফ’র এক সদস্য নোম্যান্স ল্যান্ড অতিক্রম করে বাংলাদেশের প্রায় ৩শ’ গজ ভেতরে প্রবেশ করে। বিজিবি’র গোয়েন্দা বিভাগের ফিরোজ প্রবেশ ও তাদের আটকের কারণ জিজ্ঞাসা করেন। এসময় বিএসএফ সদস্য ও ভারতের ৮/১০ জন লোক ফিরোজকে তুলে নেওয়ার চেষ্টা করে। এতে স্থানীয় লোকদের প্রতিরোধে তা ব্যর্থ হয়। ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল জানান, এ ঘটনার পর ভারতের ৪০/৫০ জন লোক ও বিএসএফ’র ২৫/৩০ সদস্য বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ে। তারা টহলরত দুই বিজিবি সদস্য ও বিজিবি’র গোয়েন্দা সদস্য ফিরোজকে মারধর করে। এক পর্যায়ে বিএসএফ ফাঁকা গুলি চালায়। স্থানীয়রা এগিয়ে গেলে বিএসএফ ও ভারতীয় লোকজন পালিয়ে যায়।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন