বান্দরবানে মিয়ানমার সেনার মর্টার শেল হামলা
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ২৭১ কিলোমিটারের সীমান্ত রয়েছে, যার মধ্যে প্রায় দেড়শ কিলোমিটার পাহাড়ি এলাকা অরক্ষিত। রোহিঙ্গা শরণার্থীদের নিয়েও দুই দেশের মধ্যে এক ধরনের টানাপড়েন রয়েছে দীর্ঘদিন ধরে।
ওই টানাপড়েনের মধ্যেই গতবছর জুনে কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর এক বিজিবি সদস্যকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিজিপি।
তার আগের বছর মে মাসে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে টহলের সময় গোলাগুলির পর নিখোঁজ হন এক বিজিবি সদস্য। দুদিন পর মিয়ানমার তার লাশ ফেরত দেয়।
গতবছর জুলাইয়ে মিয়ানমারের ‘অপহৃত’ দুই সেনাসদস্যকে বাংলাদেশ সীমান্তের ভেতরে উদ্ধার করার পর তাদের ফেরত পাঠায় বিজিবি।
পরে বলা হয়, আরাকানি মিলিশিয়া গ্রুপ নামে মিয়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ওই দুই সেনা সদস্যকে অপহরণ করে বাংলাদেশ সীমান্তের এপারে নিয়ে এসেছিল।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন