ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি
আন্তার্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে বেড়েই চলছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল। প্রতিটি রাষ্ট্র প্রতিদিন তাদের আক্রান্ত ও মৃতের সংখ্যা অফিসিয়ালি প্রকাশ করে আসছে। তবে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সের দেওয়া সরকারি হিসেব সঠিক নয় বলে দাবি উঠেছে।
আল জাজিরার খবরে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের যে সংখ্যা ফ্রান্স সরকার প্রকাশ করেছে তার চেয়েও বেশি লোক দেশটিতে মৃত্যু বরণ করেছে। আর এই দাবিটি তুলেছে দেশটির হাসপাতাল ফেডারেশনের প্রধান।
তাদের দাবি, সরকার যে মৃতের হিসেব দিয়ে থাকে তা কেবল মাত্র যারা হাসপাতালে মৃত্যু বরণ করে তাদের সংখ্যা। কিন্তু যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের বাইরে, বাড়িতে কিংবা অন্য কোথাও মৃত্যু বরণ করছে তাদের হিসেব সরকারে দেওয়া এসব টালিতে প্রকাশ পাচ্ছে না।
ফ্রান্স হাসপাতাল ফেডারেশনের সভাপতি ফ্রেডেরিক ভ্যালোটক্স ফ্রান্সের ইনফো রেডিওকে জানিয়েছে, আমরা কেবল মাত্র হাসপাতালের দেওয়া তথ্যগুলোই পাই। কিন্তু প্রকৃত অর্থে যেসব লোক এমনকি বাড়িতেও মৃত্যু বরণ করেছে তাদের কারণ বেড় করলে বা মৃতের কারণ খতিয়ে দেখলে প্রকৃত হিসেবটা বেড়িয়ে আসবে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন