ফিলিপাইন সাগরে মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্ত : উদ্ধার ৮
সাস নিউজ ২৪ ডট কম ডেস্ক : ফিলিপাইন সাগরে মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্ত হওয়ার পর জাপানের দক্ষিণাঞ্চল থেকে আটজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ১১ জন আরোহী ছিল। খবর এএফপি’র।
মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বিমানটি বুধবার জাপানের ওকিনটোরি সাগরে বিধ্বস্ত হওয়ার পর জাপানি ও আমেরিকান বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
মার্কিন কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন