দুটি সন্ত্রাসীঘাঁটির তথ্য দিলেন শামীম ওসমান
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৪ আসনটি যে দুটি থানা এলাকা নিয়ে গঠিত ওই দুটি থানাতেই সন্ত্রাসবাদের বড় ঘাঁটি রয়েছে বলে জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, ‘সারা বাংলাদেশের সবচেয়ে বড় দুটি সন্ত্রাসীঘাঁটি রয়েছে নারায়ণগঞ্জে। আমাদের কাছে সকল তথ্যই রয়েছে। এই দুটির মধ্যে একটি নারায়ণগঞ্জের ফতুল্লায় ও আরেকটি সিদ্ধিরগঞ্জের বর্ডারে। সন্ত্রাসীদের এই দুটি ঘাঁটিতে তাদের একটি গ্রুপ রয়েছে যারা ‘হিট অ্যান্ড রান’ নামেই পরিচিত। যদি কেউ মনে করে থাকেন ধর্মের দোহাই দিয়ে আঘাত করবেন তাহলে হুশিয়ার হয়ে যান’
শুক্রবার রাত ৯টায় নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়া এলাকার সনাতন ধর্মালম্বীদের ধর্মসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঠাকুর অনুকূলচন্দ্রের ১২৮তম আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব উপলক্ষ্যে নতুন পালপাড়া এলাকার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে জেলা সৎসঙ্গের উদ্যোগে দুদিনব্যাপী ওই ধর্মসভার আয়োজন করা হয়। যেখানে আগামীকাল একই সময়ে একই ধর্মসভার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীও বক্তব্য দেবেন।
শামীম ওসমান আরো বলেন, ‘আজও ২১ আগস্টের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। আমাকে ১৬ জুন চাষাঢ়া বোমা হামলায় মেরে ফেলার চেষ্টা করিয়েছিলেন। কিন্তু ভাগ্যগুণে আমি বেঁচে যাই। এখনো ওই হামলায় গুরুত্বর আহত অনেকে সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।’
শামীম ওসমান আরো বলেন, ‘আমি জানি সামনে অনেক ঘটনা ঘটবে। কারণ যখন সন্ত্রাসীদের সকল পথ বন্ধ হয়ে যায় তখন তারা সংঘাতের পথ বেছে নেয়। তারা মানুষ মারার চেষ্টা করবে, তারা বিভিন্ন স্থানে বোমা হামলার চেষ্টা করবে। আর তাই আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের সবাইকে আমাদের প্রধানমন্ত্রী যিনি সবসময় শুধু আমাদের সাধারণ মানুষের জন্য চিন্তা করেন তার জন্য দোয়া করতে হবে।’
নারায়ণগঞ্জ জেলা সৎসঙ্গের সভাপতি সমীর করের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমায়িতপুর পাবনার সচিব রবীন্দ্রনাথ সরকার, ভারত থেকে আগত পঙ্কজ মৃধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, সহযোগী অধ্যাপক ডক্টর ফাদার তপন কামিলুস ডিরোজারিও, বিন করুনা ভিক্ষু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, স্মরণ উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ সাহা।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন