টেকনাফে ১১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি
কক্সবাজারের টেকনাফ থেকে ১১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরের দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের সাগর উপকূলবর্তী খুরেরমুখ এলাকা থেকে এ ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান।
তবে এসময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি অধিনায়ক বলেন, সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল বুধবার সন্ধ্যা থেকে খুরেরমুখ শ্মশানঘাট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরের দিকে মিয়ানমার থেকে আসা একটি নৌকা কূলের কাছাকাছি এলে তিনজন লোক মাথায় বস্তা নিয়ে দ্রুত নেমে পড়ে।
“পরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক অতিক্রম করে জনবসতি এলাকায় প্রবেশের সময় বস্তা বহনকারী তিনজনকে থামার নির্দেশ দেয় বিজিবির টহল। তখন মাথায় থাকা পাঁচটি বস্তা ফেলে দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায় তারা।”
বস্তাগুলো উদ্ধার তার ভেতরে ১১ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়, যার মূল্য ৩৩ কোটি ৬০ লাখ টাকা বলে জানান এ বিজিবি কর্মকর্তা।
উদ্ধার করা ইয়াবা বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন