পরকীয়ার জেরে বন্ধু খুন
সাস নিউজ : কুমিল্লা শহরের চম্পকনগরে পরকীয়ার জের ধরে দুই বন্ধুকে ডেকে নিয়ে একজনকে হত্যা ও অপরজনকে গুরুতর আহত করেছে পারভেজ নামে এক যুবক। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহত মাহবুককে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, চম্পকনগর এলাকার পারভেজের স্ত্রীর সঙ্গে একই এলাকার মাহবুব এবং নগরীর শাসনগাছা এলাকার সোহাগের পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ উঠে। এই ঘটনায় পারভেজ তার ওই দুই বন্ধুর ওপর ক্ষুব্ধ হয়। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পারভেজ তার ওই দুই বন্ধুকে চম্পকনগর এলাকার একটি বিলের ঝোপে ডেকে নেয়। পরে ওই দুইজনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পাশের একটি রিকশা গ্যারেজে ফেলে যায়। আহতদের স্বজনরা খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সোহাগকে প্রথমে শাসনগছা এলাকার একটি প্রইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়। আহত মাহবুবকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। এ ঘটনার পর থেকে পারভেজ পালাতক রয়েছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সামসুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন