সাস নিউজ২৪ ডট কম : মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের সীমান্ত থেকে ৩৪টি নৌকাসহ অন্তত ৩৪০ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার ঘটনার পর দেশটির সেনাবাহিনীর অভিযান শুরু হয়। এরপর থেকে জীবন বাঁচাতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রায় প্রতিদিন রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাচ্ছে বিজিবি। তারপরও সীমান্ত বাহিনীর নজর এড়িয়ে এদেশে ঢুকে পড়ছে তারা।
মেজর রাসেল বলেন, নাফ নদীর তিনটি পয়েন্টে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে ৩৪টি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহল দলের অভিযানের মুখে তারা আবার মিয়ানমারে ফেরত যেতে বাধ্য হয়।
প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে অন্তত ৩৪০ জন রোহিঙ্গা ছিল বলে তিনি জানান।
গত ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী ৪৫৯টির বেশি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে রাসেল জানান।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন