সাস নিউজ২৪ ডট কম : জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সংসদ সদস্যদের এলাকা ত্যাগে ইসির নির্দেশনা জানালেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
তিনি বলেন, “নির্বাচন কমিশন আমার কাছে আচরণ বিধি সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। তারা এমপিদের এলাকায় না থাকার অনুরোধ করেছেন। আমরা সেটা এমপিদের অবহিত করেছি। আমার কোনো নির্দেশনা নয়।”
বুধবার জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সোমবার মধ্যরাতেই প্রচারণা শেষ হয়েছে।
এই নির্বাচনে কয়েকটি জেলায় ‘কিছু’ স্থানীয় সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব খাটানোর অভিযোগের প্রেক্ষাপটে সোমবার বিকালে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংসদদের এলাকা ছাড়ার অনুরোধ জানান।
পরে এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি পাঠানো হয়।
ওই চিঠির প্রেক্ষাপটে মঙ্গলবার স্পিকারের কার্যালয় থেকে সাংসদদের ই-মেইল করা হয় বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
সাংসদদের মোবাইলে এসএমএস পাঠিয়ে ই-মেইল চেক করতে বলা হয়েছে বলেও জানান তারা।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন