৮ ঘণ্টা ধরে আগুনে পুড়লো রাজবাড়ী জুট মিল
ফরিদপুর সংবাদাদাতা: রাজবাড়ী সদর উপজেলায় একটি জুট মিলে আগুন লাগার আট ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, উপজেলার আলীপুর ইউনিয়নে রাজবাড়ী জুট মিলে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে লাগা এ আগুন পাঁচটি ইউনিটের চেষ্টায় বেলা দেড়টার দিকে নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৬টার দিকে আগুন লেগে মুহর্তের তা গোডাউনের চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজবাড়ী, ফরিদপুর, পাংশা, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
রাজবাড়ী জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী দিদার জানান, অগ্নিকা-ে মিলের এক নম্বর ইউনিটের মেশিন ও মালামাল পুড়ে গেছে।
তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন