সেনাবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণা, যুবক আটক
নাটোর সংবাদাদাতা: পড়ালেখায় এইচএসসি পাস। পেশায় ওষুধ ব্যবসায়ী। তবে নিজেকে পরিচয় দিতো সেনাবাহিনীর করণিক হিসেবে। সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি প্রত্যাশীদের চাকরি দেওয়ার নামে হাতিয়ে নিতো লাখো টাকা। কিন্তু শেষ রক্ষা হলো না। দুজন প্রতারিত ব্যক্তির অভিযোগের সূত্র ধরে তাকে আটক করেছে র্যাব। এ সময় উদ্ধার করা হয়েছে নগদ টাকাসহ বিভিন্ন ভুয়া ডকুমেন্ট।
শুক্রবার (২৬ নভেম্বর) প্রেস ব্রিফিংয়ে নাটোরে র্যাব অফিসে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোর র্যাব অফিসের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, সাতক্ষীরার শ্যামনগরের কোবাত আলীর ছেলে ভুক্তভোগী শাহিন আলম (২৭) এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর এলাকার তাজমুল হকের ছেলে নাসিমের (২১) অভিযোগ পেয়ে গতকাল রাত সাড়ে ১০ টার দিকে মনিরুলের বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা।
এ সময় তার বাড়ি থেকে বিভিন্ন ভুয়া নিয়োগপত্রের সফট্কপি রক্ষিত দুটি পেইনড্রাইভ, বিভিন্ন ব্যাংকের ১৬টি চেকবই, সাতটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, একটি ভুয়া ও একটি স্ক্যানকপিসহ প্রতারকের তিনটি এনআইডি, চাকরি দানের চুক্তিনামা স্ট্যাম্প তিনটি, ১২টি জুডিশিয়াল স্ট্যাম্প, অর্থ লেনদেনের রেজিস্টার আটটি, দুটি ভুয়া নিয়োগপত্র, করণিক লিখা ভুয়া আইডি কার্ডের একটি ফটোকপি, চারটি সিমকার্ডসহ দুটি মোবাইল ফোন, নগদ ৫৮ হাজার ১৪০ টাকা এবং ৮০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, মনিরুল নিজকে সেনাবাহিনীর করণিক বলে পরিচয় দিতো। ওই পরিচয় ব্যবহার করে বিভিন্ন পদ যেমন সৈনিক, অফিস সহায়ক, মেসওয়েটার, স্টোরম্যান পদে চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে তৃতীয় পক্ষের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। এছাড়া মনিরুল জাতীয় পরিচয়পত্রে নিজ নাম পরিবর্তন করে চাঁন মন্ডল নামে প্রতারণা করতো। এর আগেও তার বিরুদ্ধে ডিএমপির ভাষানটেক থানায় এবং শেরেবাংলানগর থানায় মামলা রয়েছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন