লরির সঙ্গে তূর্ণা নিশীথা ট্রেনের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের এসকেএম জুট মিল রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা।
এতে তূর্ণা নিশীথা ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি রাত ২টার দিকে সীতাকুণ্ড থেকে ছেড়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করা রেলওয়ে পুলিশের কনস্টেবল রিয়াজ উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে রাত ১১টার দিকে তূর্ণা নিশিথা ট্রেন ছেড়ে আসে। সীতাকুণ্ডের এসকেএম জুট মিল এলাকায় একটি লরির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। রেল ক্রসিং পার হওয়ার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর লরির চালক পালিয়ে গেছেন। ট্রেনের ইঞ্জিনের একপাশে ধাক্কা লেগে লরিটি দুই ভাগ হয়ে গেছে। এতে ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, লরির সঙ্গে সংঘর্ষে তূর্ণা নিশীতা ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে চট্টগ্রাম থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে রাত ২টার দিকে তূর্ণা নিশিতা ট্রেনটি সীতাকুণ্ড ছেড়ে যায়।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন