রেমিট্যান্স পাঠিয়ে পুরস্কার জিতলেন ৭ বাংলাদেশি
নিউজ ডেস্ক: কুয়েত থেকে আল মোল্লা এক্সচেঞ্জের মাধ্যমে বৈধ উপায়ে বাংলাদেশে টাকা পাঠিয়ে লাখ টাকা জিতে নিলেন সাত প্রবাসী বাংলাদেশি। তারা হলেন- হাসিবুল হাসান, আজাদ হোসেন নুর, ফিরুজ আহমেদ ফরিদ, রাশেদুল ইসলাম, জুনায়েত আহমেদ, মোহাম্মদ আবদুল মানাফ, সবুজ হোসেন।
রোববার দুপুরে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে লাকি ড্র বিজয়ী সাতজন প্রবাসী বাংলাদেশির হাতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জনপ্রতি এক লাখ টাকার চেক তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন- আল মোল্লা এক্সচেঞ্জের পরিচালক প্রবীণ সিং, জেনারেল ম্যানেজার জন সাইমন, সহকারী নিউটন জোসেফ, মার্কেটিং ম্যানেজার হুজেফা আব্বাসী এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল বাতেন।
মোল্লা এক্সচেঞ্জের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল বাতেন বলেন, ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ১৭ আগস্ট ২০২১ পর্যন্ত সময়ে যারা আল মোল্লা এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠিয়েছেন তাদের থেকে লাকি ড্র এর মাধ্যমে এই সাতজন বিজয়ী হয়েছে।
তিনি জানান, আল মোল্লা এক্সচেঞ্জ থেকে যেসব প্রবাসী বাংলাদেশি টাকা পাঠিয়ে থাকেন তাদের জন্য বিনামূল্যে এক হাজার দিনার (বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ আশি হাজার টাকা) ইন্সুরেন্স রয়েছে। আল মোল্লা এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর পর এক মাসের মধ্যে কোনো প্রবাসী বাংলাদেশি গ্রাহকের স্বাভাবিক মৃত্যু হলে ওই মৃতের পরিবারকে এই ইন্সুরেন্সের টাকা দেয়া হয়।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন