রাজধানীতে নির্মাণাধীন ভবনের রড পড়ে মিস্ত্রির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল থানার ওয়াপদা রোডে নির্মাণাধীন ভবনের রড মাথায় পড়ে আব্দুল কাদের খাঁ (২৫) নামে এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল কাদেরকে নিয়ে আসা চাচাতো ভাই নূরনবী বলেন, নির্মাণাধীন ভবনে রড তোলার সময় মাথায় রড পড়লে গুরুতর আঘাত পান আব্দুল কাদের। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নূরনবী বলেন, তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর গ্রামে। তার বাবার নাম ছাদেক খাঁ।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাথরুমে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানাকে জানানো হয়েছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন