যুক্তরাষ্ট্র সফরে নৌপ্রধান
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান এডমিরাল মাইকেল এম গিলডের আমন্ত্রণে ২৪তম আন্তর্জাতিক সি পাওয়ার সিম্পোজিয়ামে অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
গতকাল মঙ্গলবার সকালে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
যুক্তরাষ্ট্র সফরকালে নৌপ্রধান শাহীন ইকবাল ‘২৪তম আন্তর্জাতিক সি পাওয়ার সিম্পোজিয়াম’ উপলক্ষে আয়োজিত সামুদ্রিক সম্পদের উপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা, সমুদ্র এলাকার নিরাপত্তা ও সামুদ্রিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিরাপত্তার জলবায়ু পরিবর্তনের প্রভাব সংক্রান্ত বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগামী ১৯ সেপ্টেম্বর নৌপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন