মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মামলা
নিউজ ডেস্ক: মগবাজারের ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) সকালে পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা করেছে। মামলায় অবহেলাজনিত প্রাণহানীর অভিযোগ আনা হয়েছে। তবে মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৭ জুন সন্ধ্যায় মগবাজারের সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৭ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ওই বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন