বিপুল পরিমাণ মাদক গাঁজা-ফেনসিডিলসহ আটক ২
চট্টগ্রাম সংবাদদাতা: হাটহাজারী থানার বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫ লাখ টাকা মূল্যের ৩৩ কেজি গাঁজা এবং ১৮ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
সোমবার (১৪ জুন) সকাল সোয়া ৮টার দিকে অনন্যা আবাসিক এলাকার লিংক রোড থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক নূরুল আবছার।
তিনি জানান, অনন্যা আবাসিক এলাকার লিংক রোডের ওপর একটি বিশেষ চেকপোস্ট চলার সময় অটোরিকশা (সিএনজি) থেকে ২ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে সিএনজির পেছনের আসনের খালি জায়গায় তিনটি ছাপা কাপড়ের বড় ব্যাগের ভেতর থেকে ৩৩ কেজি গাঁজা এবং ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশা জব্দ করা হয়।
আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে পাচার করে আসছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন