বিপুল জাল টাকাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় বিপুল পরিমাণ জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। গত রোববার (৪ জুলাই) সন্ধ্যায় আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-৪।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে মধ্যগাজীরচট আমাবাগান বাগাবাড়ি এলাকা থেকে দুই লাখ ৮৩ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি সিল, দুটি স্ট্যাম্প প্যাড, একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল, নগদ নয় হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা পরস্পরের যোগসাজশে ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার নিকটবর্তী এলাকায় জাল নোট তৈরি করে বিভিন্ন মাধ্যমে স্বল্প মূল্যে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় জাল নোট সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে।
এ ব্যাপারে কোম্পানি কমান্ডার র্যাব-৪ এর সিপিসি-২ লেফটেন্যান্ট কর্নেল রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অসৎ জাল নোট ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে র্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন