বাস সরাতে গিয়ে নিহত ২: পুলিশ কর্মকর্তা গ্রেফতার, ২ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে দুর্ঘটনাকবলিত বাস সরাতে গিয়ে দুজনের মৃত্যুর ঘটনায় ডিএমপির পল্টন থানার দায়ের করা মামলায় এএসআই এমদাদুল হককে গ্রেফতার করা হয়েছে। আদালত ওই এএসআইয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সালাহ উদ্দিন মিয়া বলেন, আজ সকালে নিহত তুষারের বাবা বাদী হয়ে মামলা করেছেন। সড়ক পরিবহন আইনের ৯৮ ও ১০৫ ধারায় পল্টন থানায় মামলাটি রুজু হয়েছে। পরে ওই মামলায় এমদাদুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।
আদালত ওই এএসআইয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলেও নিশ্চিত করেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের সড়কে দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী শুকুর মাহমুদ বাবুল ও রাইসুল কবির তুষার নিহত হন।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন