‘বাস ভাড়া বেশি বাড়ানো হয়েছে’
নিজস্ব প্রতিবেদক: ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর সরবারকে চাপে রাখতে তিন দিনের ধর্মঘটের মধ্যে দূরপাল্লার বাস ভাড়া ২৭ শতাংশ এবং মহানগরে ২৬.৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বিআরিটিএ ও বাস মালিকদের মধ্যে বৈঠকে।
ভাড়া বৃদ্ধির এ সিদ্ধান্ত সম্পর্কে বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা বলেন, আমরা চায় তেলের দাম আগের অবস্থায় রাখতে। শ্রমিকরা জানিয়েছে, ভাড়া প্রসঙ্গে যাত্রীদের মুখোমুখি হলে সংঘর্ষ অনিবার্য। এই ভাড়া বাড়ানো সরকারের জন্য বুমেরাং হবে। তিনি আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় পরিবহন ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষ মানতে চাইবে না।
অপরদিকে যাত্রীদের স্বার্থ বিকিয়ে দিয়ে ‘গলাকাটা’ ভাড়া নির্ধারণ করা হলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিবৃতিতে মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, সরকার গণশুনানি ছাড়া ‘অবৈধ’ পন্থায় ডিজেল ও কেরোসিনের মূল্য ২৩ শতাংশ বৃদ্ধি করেছে। এই অজুহাতে বাস-ট্রাক ও লঞ্চ মালিকরা বর্ধিত মূল্যের কয়েক গুণ বাড়তি ভাড়া লুটে নেয়ার জন্য পরিবহন ধর্মঘটের নামে জনগণকে জিম্মি করেছে। এছাড়া ডিজেল চালিত যানবাহনের পাশাপাশি সিএনজি,অকটেন ও পেট্রোল চালিতসহ সকল প্রকার যানবাহন ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।
বাস ও লঞ্চ মালিকদের পাতানো ফাঁদে পা দিয়ে সরকার তাদের চাহিদা অনুযায়ী একচেটিয়া ভাড়া বাড়িয়ে দিতে যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে বাস ও লঞ্চের ভাড়া বৃদ্ধির আয়োজন করেছে বলেও অভিযোগ করেন তিনি।
ন্যায্য, গ্রহণযোগ্য, বাস্তবসম্মত, আদায়যোগ্য ভাড়া নির্ধারণের জন্য বাস ও লঞ্চ মালিক এবং সরকারের সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।
এছাড়া যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে সরকার ও মালিকদের ভাড়া বৃদ্ধির চেষ্টার প্রতিবাদে সোমবার রাজধানীর সেগুনবাগিছার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে সংগঠনটি।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন