ফরিদপুরে পানিতে তলিয়ে গেছে ৫০ স্কুল
ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। এতে পাঁচটি উপজেলায় পাঁচ স্কুলের শ্রেণিকক্ষ ও ৪৫টি মাঠ তলিয়ে গেছে।
যে কারণে ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, ওই স্কুলগুলোর মাঠ ও শ্রেণিকক্ষ পানিতে ডুবে আছে। দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় সেখানে শেওলা জমে গেছে।
ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, বেশ কিছু স্কুলের শ্রেণিকক্ষ ও মাঠ পানিতে তলিয়ে যাওয়ার খবর শুনেছি।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, আমরা পানিবন্দি স্কুলগুলোর নিয়মিত খোঁজ রাখছি। বন্যার পানি কমতে শুরু করেছে, অল্প কিছুদিনের মধ্যে স্কুলগুলোতে পাঠদান শুরু করা যাবে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন