প্রশ্নপত্র ফাঁসের মামলা : ব্যাংক কর্মকর্তাকে আত্মসমর্পণের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতাদের একজনের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা ও অর্থের স্থানান্তর-রূপান্তরের অভিযোগে সিআইডির দায়ের করা মামলায় জনতা ব্যাংকের শিক্ষানবিশ অফিসার রাকিবুল হাসানকে আগাম জামিন দেননি হাইকোর্ট। তবে তাকে ৪ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
তার জামিন আবেদনের শুনানি শেষে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন দত্ত। দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ।
মামলার এজাহার থেকে জানা গেছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগপ্রার্থীদের নিয়োগের মাধ্যমে তাদের থেকে অর্থ গ্রহণ করছিল একটি সংঘবদ্ধ চক্র। চক্রের সদস্যদের প্রত্যক্ষ সহযোগিতায় বিনিয়োগ করে মানি লন্ডারিংয়ের অপরাধ করায় সিআইডির পুলিশ পরিদর্শক মো. শাহীনুল ইসলাম গত ১৯ সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় মানিক কুমার প্রামাণিক, মফিজুর রহমান ও রফিকুল হাসানকে।
পরে রকিবুল হাসানের নামে ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়। তিনি ও আরেক আসামি মানিক কুমার প্রামাণিক সংঘবদ্ধভাবে আনুমানিক ২০০৯-২০২০ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সরকারি নিয়োগ প্রতিষ্ঠানে ভর্তি ও নিয়োগের মাধ্যমে ৯ কোটি টাকা গ্রহণ করার মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ করেন বলেও পুলিশ জানায়।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন