‘নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষ দিশেহারা’
খুলনা সংবাদাদাতা: নিত্যপণ্যের দাম বাড়ার প্রভাব যেন সরকারি কর্মকর্তাদের ওপর না পড়ে সেজন্য তাদের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এ প্রভাব পড়েছে দেশের সাধারণ জনগণ ও খেটে খাওয়া মানুষের ওপর।
সাধারণ মানুষ এখন দিশেহারা হয়ে পড়ছে।
সোমবার বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ও জেলার উদ্যোগে সরকারের হটকারী সিদ্ধান্তে কেরোসিন, ডিজেলের মূল্যে বাড়ায় ও বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগরের সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ একযুগ ধরে দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। দেশের গণতন্ত্র, আইনের শাসন আজ ভূলুণ্ঠিত, গণতন্ত্র নির্বাসিত ও মানবাধিকার বিপন্ন। দুর্নীতি, অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার, ব্যাংক লুটপাট ও শেয়ারবাজার কেলেঙ্কারি দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। সরকার মানুষের মূল্যবোধ নিয়ে ব্যবসা করছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন