দুর্ঘটনা রোধে বাঁকা রাস্তা সোজা করার সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনা রোধকল্পে বাঁকা রাস্তা সরলীকরণ ও রাস্তা মেরামতের সময় যাতায়াত ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে কাজ করার জন্য সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ত্রয়োদশ বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের রাজশাহী জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসহ সার্বিক কার্যক্রমের সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতি এবং কর্ণফুলী নদীর তলদেশে বহু লেন সড়ক টানেল নির্মাণ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) প্রকল্পের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের রাজশাহী জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসহ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে সময় না বাড়িয়ে নির্ধারিত সময়ে সব প্রকল্পের কাজ শেষ করার জন্য কমিটি বৈঠকে সুপারিশ করা হয়।
এছাড়াও বৈঠকে সরকার থেকে ভূমি অধিগ্রহণ করা অর্থ দ্রুততম সময়ে প্রকৃত মালিকদের মধ্যে পৌঁছানোর লক্ষ্যে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়ার যথাযথ ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন