গুইমারায় কাঠবোঝাই ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত
খাগড়াছড়ি সংবাদাদাতা: খাগড়াছড়ির গুইমারায় কাঠবোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন। গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈকর্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল গ্রামের আলতাফ হোসেনের ছেলে রাজু (৩৫) ও মো. আব্দুল কাদেরের ছেলে ইলিয়াস (৩৬)।
জানা গেছে, গুইমারা সিন্ধুকছড়ি থেকে বিভিন্ন প্রজাতির কাঠ বোঝাই করে আসার পথে তৈকর্মা এলাকায় পৌঁছালে ট্রাকটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এসময় ট্রাকের ওপরে থাকা শ্রমিকরা কাঠের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। আহত হন আরো আট শ্রমিক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ট্রাকের ওপরে থাকা শ্রমিকরা কাঠের নিচে চাপা পড়েন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনুর আলম জানান, ট্রাকের চালকসহ আট জনকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন