খালেদার বিদেশে চিকিৎসায় ‘আইনগত পদক্ষেপ’র কথা ভাবছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বিএনপি।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
সভায় উপস্থিত এক সাংবাদিক জানতে চান, বেগম জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়ার কোনো চিন্তা-ভাবনা আছে কি না- এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, চেয়ারপারসনের মুক্তির জন্য আমরা সার্বিক বিষয় বিবেচনায় রাখছি।
অন্য এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, তার উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যে আমরা জনগণকে কনভিন্স করেছি। উন্নয়ন সহযোগীদের বিএনপি এ ব্যাপারে জানানোর চেষ্টা করেনি। তারা এ বিষয়ে জানে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন