কুমিল্লায় ট্রলার ডুবে ৩ জনের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। সোমবার (৩ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মেঘনা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রীবাহী একটি ট্রলার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ থেকে তিতাস উপজেলার দড়িগাও গ্রামের উদ্দেশ্যে যাওযার পথে এ ঘটনা ঘটে। ট্রলারে ১৪ জন যাত্রী ছিলেন। স্থানীয়রা তিনজনের মরদেহ উদ্ধার করেছেন।এখন পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। নিখোঁজ একজনকে উদ্ধারে তল্লাশি চলছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন