এমপি হিসেবে শপথ নিলেন খান আহমেদ শুভ
নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত খান আহমেদ শুভ। শনিবার (২২ জানুয়ারি) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ পাঠ করান।
সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
শপথগ্রহণ শেষে খান আহমেদ শুভ এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। ১৬ জানুয়ারি অনুষ্ঠিত ওই সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিজয়ী হন তিনি। নির্বাচনে খান আহমেদ শুভ এক লাখ চার হাজার ৫৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকে জহিরুল ইসলাম জহির পান ১৬ হাজার ৭৭৩ ভোট।
এছাড়াও ইলেকট্রনিক ভোটিং মেশিনে অনুষ্ঠিত নির্বাচনে ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী পাওয়ার, কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু অংশ নেন। নির্বাচনে ১২১ কেন্দ্রের ৭৫৬ কক্ষে তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন পছন্দের প্রার্থীকে ভোট দেন।
গত ১৬ নভেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেন। এরপর ৩০ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন