এবার ভারতের ব্যাংক থেকে ২০ লাখ ডলার চুরি
সাস নিউজ ডেস্ক: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে যেভাবে টাকা চুরি করা হয়েছিল ঠিক একইভাবে ভারতের সিটি ইউনিয়ন ব্যাংক থেকে অর্থ লোপাট করা হয়েছে।
রবিবার ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সুইফট পদ্ধতির মাধ্যমে হ্যাকাররা তাদের সিস্টেম হ্যাক করে প্রায় ২০ লাখ ডলার সরিয়ে নিয়েছে। তিনটি অননুমোদিত লেনদেনের মাধ্যমে এ অর্থ সরানো হয়। চুরি করা অর্থ দুবাই, তুরস্ক আর চীনের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সিটি ইউনিয়ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এন. কামাকোদি বলেছেন, ‘এই অর্থ লোপাটের ষড়যন্ত্রে একাধিক দেশ যুক্ত রয়েছে। এটা কীভাবে করা হয়েছে তা নিয়ে তদন্ত চলছে। আন্তর্জাতিক সাইবার অপরাধীরা এ হামলা চালিয়েছে।’ সূত্র: রয়টার্স
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন