আয়া সোফিয়া পরিদর্শনে এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক: ঐতিহাসিক আয়া সোফিয়া পরিদর্শন করেছেন তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। নামাজ শুরুর কয়েকদিন আগেই হঠ্যাৎ করেই ঐতিহাসিক এই স্থাপনা পরিদর্শনে ঝটিকা সফরে যান এরদোয়ান।
পরিদর্শনে গিয়ে এরদোয়ান মসজিদের রুপান্তর কাজ পর্যালোচনা করেন,সেই সাথে ভবনের ভিতরে ভাসমান চিত্রের সাহায্যে সব দেখানো হয়। সেখান থেকে নামায পড়ার জন্য সমস্ত প্রাণীর ছবিগুলো সরানোর কাজ শুরু হয়েছে। শুক্রবারের নামাজে এরদোয়ান থাকবেন বলে আশা করা হচ্ছে।
চলতি মাসের ১০ তারিখ এরদোয়ান আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা করেছেন। আগামী ২৪ তারিখে মসজিদে নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৪৫৩ সালে উসমানিয় সুলতান মুহম্মদ আল ফাতিহ কনস্টান্টিনোপল দখল করলে আয়া সোফিয়াকে ক্রয় করে মসজিদের জন্য ওয়াকফ করে দেন। কিন্তু ১৯৩৫ সালে তুর্কি সেকুল্যার পার্টি এটিকে জাদুঘরে পরিণত করে। তবে এটিকে পুনরায় মসজিদ হিসেবে রূপান্তরের দাবি উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এর জের ধরেই ডিক্রিতে সই এর মাধ্যমে আয়া সোফিয়াকে মসজিদ ঘোষণা করেন এরদোয়ান।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন