আবহাওয়া: তীব্র শীতে বাড়ছে ভোগান্তি
দিনাজপুর সংবাদাদাতা: উত্তরের জেলা দিনাজপুরে শীতের প্রকোপ বেড়েছে। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ তেমন বাইরে বের হচ্ছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমলেও হিমেল বাতাসে দুর্ভোগে অসহায় ছিন্নমূল মানুষ।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (২২ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার ছিল ১০.২ ডিগ্রি। একদিনের ব্যবধানে ০.১ ডিগ্রি বৃদ্ধি পেলেও দেশের মধ্যে তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রা।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮.৮ ডিগ্রি। দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে বাতাসের আদ্রতা ৯১ শতাংশ।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, তাপমাত্রা প্রায় স্থিতিশীল রয়েছে। তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামী সপ্তাহের পরও তাপমাত্রা কমবে।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কম থাকলেও সকাল থেকেই কুয়াশার প্রভাব থাকছে। সূর্যের দেখা মিললেও রোদের তেজ নেই। এতে অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।
দিনাজপুরের রাজবাড়ি এলাকার অটোরিকশাচালক লুৎফর রহমান বলেন, সকালে তেমন কুয়াশা নেই। তবে বাতাসে শীত বেশি অনুভূত হচ্ছে। সকালে লোকজন কম চলাফেরা করছে। এতে উপার্জনও কমে গেছে।
সফিকুল ইসলাম নামে এক পথচারী বলেন, সকালে ঠান্ডা বেশি লাগছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমছে। রোদের কারণে ঠান্ডাটা কম হলেও সন্ধ্যার পর থেকে আবার বেড়ে যাচ্ছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন