নরসিংদীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
নরসিংদী সংবাদদাতা: নরসিংদীর রায়পুরায় ঘরে থাকা বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক ব্যক্তির নিহত হয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের বগডরিয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম (৪০)। তিনি চাঁনপুররের বগডরিয়াকান্দি গ্রামের আলীপুর মহল্লার মৃত মো. তাল মিয়ার ছেলে। তিনি পেশায় ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম ব্রাশ করতে করতে ওই সিলিন্ডারের সামনে যান। এসময় সিলিন্ডারটি বিকট শব্দে বিষ্ফোরিত হয়। এতে নুরুল ইসলাম মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। এসময় তার মাথার পেছনের অংশ দিয়ে রক্ত বের হতে থাকে। অবস্থা গুরুতর দেখে স্থানীয় লোকজন তাকে স্পিডবোট করে ভৈরবের একটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই নুরুল ইসলাম মারা যান।
চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন মিয়া মুঠোফোনে বলেন, নিহত নুরুল ইসলামের স্ত্রী আর ভাই আমার কাছে এসেছিলেন। তারা আমাকে মৃত্যুর বিষয়টি অবগত করেছেন।
রায়পুরা থানর ওসি (তদন্ত) আজিজুর রহমান জানান, আমরা এ বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানি না। খোঁজ নিয়ে জানানো যাবে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন