প্রকৃত দেশপ্রেমিক দুর্নীতিগ্রস্ত হতে পারে না: দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, দেশকে ভালোবাসলে কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে নিজ ভূমির ক্ষতি করতে পারে না। প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিগ্রস্ত হতে পারে না।
মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, আমাদের প্রশ্ন রাখতে হবে নিজের কাছে, আমরা নিজেরা দুর্নীতিমুক্ত কি না। আত্মসমালোচনার মাধ্যমেই আমরা সংশোধন হতে পারবো। আমাদের দেশ থেকে দুর্নীতি দূর হবে।
দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান বলেন, মুক্তিযুদ্ধের মূলচেতনা ছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। আমরা এখনো সেই সংগ্রাম করে যাচ্ছি। সংগ্রামের সফল হতে হলে আমাদের কথা ও আচরণে সমন্বয় থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আমাদের প্রকৃত অর্থে তাকে অনুসরণ করতে হবে এবং আমাদের কাজে এর বাস্তব প্রতিফলন থাকতে হবে।
দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, আমরা স্বাধীনতার পর গত ৫১ বছরে অনেক সূচকে এগিয়েছি। কিন্তু দুর্নীতি বন্ধ করতে না পারলে এ উন্নতি টেকসই হবে না। দুঃখজনকভাবে অগ্রগতির পাশাপাশি আমাদের সমাজে বৈষম্যও বেড়েছে। বৈষম্য দূর করার জন্য আমরা যদি কাজ করতে পারি সেটাই হবে আমাদের স্বাধীনতার পক্ষে কাজ করা। আমাদের শিক্ষাব্যবস্থা এখনো অবহেলিত। একে ঢেলে সাজাতে হবে। এখনো শিক্ষিত লোক দুর্নীতিগ্রস্ত এ অপবাদ বয়ে বেড়াতে হচ্ছে। তাই আমাদের দুর্নীতিমুক্ত সমাজ গড়ার কাজে প্রকৃত শিক্ষা অর্জনে আত্মনিয়োগ করতে হবে।
আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন, রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সফিউল্লাহ প্রমুখ।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন