৩০ শতাংশ আক্রান্ত কলেরায়, উদ্বেগ বাড়াচ্ছে ডায়রিয়া
নিজস্ব প্রতিবেদক: এবার গরম শুরু হতে না হতেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও ঢাকা শিশু হাসপাতালে প্রতিদিনই ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। ডায়রিয়া রোগী বাড়ার কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন, অত্যধিক গরম, খোলা খাবার এবং দূষিত পানি পান করা।
আইসিডিডিআরবির প্রধান ডা. বাহারুল আলম জানান, সাধারণত প্রতিদিন ৪ থেকে ৫০০ ডায়রিয়া রোগী এখানে চিকিৎসা নিতে আসেন, যা বর্ষাকালের আগে কিছুটা বাড়ে এবং এপ্রিলের শেষ সপ্তাহে শীর্ষে পৌঁছায়। কিন্তু এ বছর মার্চের প্রথম সপ্তাহেই দৈনিক গড়ে ৫০০ রোগী ভর্তি হয়েছেন, যা দ্বিতীয় সপ্তাহে বেড়ে ৬০০তে দাঁড়ায়। আর ১৭ মার্চ থেকে দৈনিক ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার।
ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালের বাইরেও টানানো হয়েছে দুটি তাঁবু। আক্রান্তের মধ্যে অধিকাংশই বয়স্ক। তবে শিশুদের সংখ্যাও নেহাত কম নয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ও সিস্টাররা বলছেন, ভর্তি রোগীর ৩০ শতাংশই কলেরায় আক্রান্ত।
আইসিডিডিআরবি কর্তৃপক্ষ বলছে, ২০০৭ এবং ২০১৮ সালের পর এবারই এত বেশিসংখ্যক রোগী ভর্তি হচ্ছেন। ওই ২ বছরে প্রতিদিন ১ হাজারের বেশি রোগী ভর্তি হয়েছিলেন। কিন্তু এ বছর সেই সংখ্যাটি প্রায় ১২০০।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন