এক জেলায় বছরে ৫২৪ আত্মহত্যা
ময়মনসিংহ সংবাদদাতা: পরিবার ও সমাজ থেকে দ্বীন ইসলাম উনার চর্চার অভাবে দিন দিন আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে। বিশেষ করে কম বয়সী তরুণ-তরুণীরা বেশি আত্মহত্যা করছেন। ময়মনসিংহে ২০২১ সালে ৫২৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার সংখ্যা বেশি। তবে জেলায় প্রকৃতপক্ষে আত্মহত্যার সংখ্যা আরও বেশি।
পুলিশ ও মনোবিজ্ঞানীরা বলছেন, অভিমান ও হতাশাগ্রস্ত হয়ে কম বয়সী তরুণ-তরুণীরা বেশি আত্মহত্যা করছে। আত্মহত্যা ঠেকাতে পারিবারিক কাউন্সিলিং বাড়ানো প্রয়োজন।
১৩ উপজেলা নিয়ে ময়মনসিংহ জেলা গঠিত। লোকসংখ্যা ৫৩ লাখের ওপরে। পুলিশ সূত্রে জানা যায়, জনবহুল এই জেলায় বছরে আত্মহত্যার দিক দিয়ে সারা দেশের কয়েকটি জেলার মধ্যে অন্যতম। তথ্যপ্রযুক্তির যুগে অকারণে ছেলেমেয়েরা বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যার পথ বেচে নিচ্ছে।
পরিসংখ্যানে দেখা গেছে, ২০২১ সালে জেলায় আত্মহত্যা করেছে ৫২৪ জন, যা ২০২০ সালে ছিল ৫৫৪ জন। ২০২১ সালে গলায় দড়ি দিয়ে ২৬৬ জন, বিষপানে ১২৪ জন এবং অন্যান্যভাবে ১৩৪ জন আত্মহত্যা করেছে। জেলার ১৩ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার সংখ্যা ময়মনসিংহ সদর উপজেলায়। ২০২০ সালে এই উপজেলায় ১৩৮ জন আত্মহত্যা করেছে। তবে ২০২১ সালে আত্মহত্যা কিছুটা কমে ৯৯ জনে দাঁড়িয়েছে। সবচেয়ে কম আত্মহত্যার ঘটনা ঘটেছে নান্দাইল উপজেলায় ২০২০ সালে ১৭ জন এবং ২০২১ সালে ১৪ জন। এদের বেশিরভাগ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন