বড় লোকের চাকর হবো, এটা স্বাধীনতার উদ্দেশ্য ছিল না -পরিকল্পনা মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল বাঙালির জাতীয় এবং অর্থনৈতিক মুক্তি, বড় লোকের চাকর হবো, এটা স্বাধীনতার উদ্দেশ্য ছিল না। শনিবার রাজধানীর বিজয় নগরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী মান্নান বলেন, স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল বাঙালির জাতীয় এবং অর্থনৈতিক মুক্তি, ন্যায় বিচার, অন্যায় কম হবে ন্যায় বেশি হবে, দারিদ্র্য কমবে। সবাই সন্মানের সহিত খেয়ে পড়ে বাঁচবে। কোনো বিশাল বড় লোকের বাসায় আমরা কাজ করবো, আমরা সবাই চাকর-বাকর হবো, পাঞ্জাবিদের বা অন্যদের, স্বাধীনতার উদ্দেশ্য এটা ছিল না।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধারা সবাই চেয়েছিলেন এমন একটা দেশ, যেখানে দুর্বলরা সবল হবে। আয়ে এবং গায়ে যারা দুর্বল, যারা প্রতিবন্ধী তাদের সবার কল্যাণ নিশ্চিত হবে। এটাই ছিল স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্য। কি প্রয়োজন ছিল মুক্তিযুদ্ধের যদি আমাদের প্রতিবন্ধী ভাই-বোনেরা নিরাপদে নিশ্চিতে এ দেশে বসবাস করতে না পারে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন