আবহাওয়া: দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
নিজস্ব প্রতিবেদক: আজ দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত কয়েকদিন ধরে দেশের দিন ও রাতের তাপমাত্রা কমা-বাড়া মোটামুটি ১ বা শূন্য.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আগামী দু-তিনদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, ‘এসময়ে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।’
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন