পেঁপে বাগানের সাথে শত্রুতা!
কেরানীগঞ্জ সংবাদাদাতা: ভালো ফলনের আশায় পুরোনো গাছ কেটে নতুন করে আড়াই বিঘা জমিতে দুই ভাই মিলে রোপণ করেছিলেন প্রায় ১ হাজার চারা। চারা লাগানো, ওষুধ, সার বাবদ খরচ করেছেন প্রায় ৩ লাখ টাকা।
নতুন চারায় এসেছিল থোকায় থোকায় সাজও। মাস খানেকের মধ্যেই গাছগুলোতে পেঁপে আসা শুরু হতো। পেঁপে বিক্রি করে আয় হতো প্রায় ৭-৮ লাখ টাকা। কিন্তু দুই ভাইয়ের এই স্বপ্ন অধরাই রয়ে গেল। গত ৭ মার্চ দিনগত রাতে ২ বিঘা জমির ওই পেঁপে বাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
গত সোমবার (৭ মার্চ) মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার (৯ মার্চ) দুপুরে এ বিষয়ে সিঙ্গাইর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক জামাল হোসেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর নয়াডিঙ্গি এলাকার জামাল হোসেন ও বাদল হোসেন দুই ভাই পার্শ্ববর্তী আজিমপুর এলাকায় আড়াই বিঘা জমি ভাড়া নিয়ে পেঁপে বাগান করেন। বাগানে গত বছরের পুরাতন গাছে পেঁপে কম ধরায় ওই জমিতে নতুন চারা গাছ রোপণ করেছেন তারা। প্রতিটি চারা গাছেই ফুল ধরেছে। হয়তো মাস খানেকের মধ্যেই প্রতিটি গাছে পরিপক্ব পেঁপে আসবে। ওই বাগানের ২ বিঘা জমির প্রায় ৭০০টি পেঁপে চারা গত ৭ মার্চ দিনগত রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন