ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
একজন প্রত্যক্ষদর্শী এ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘অনেক দূর পর্যন্ত দেখছিলাম, বাচ্চাটি ট্রেনের সামনে আটকে রয়েছে, পড়েনি। আমি বাইকে ছিলাম। ট্রেনটা রাস্তা ক্রস করার পরই আমি বাইক নিয়ে পেছনে ছুটি। কিছু দূর যাওয়ার পর সামনে ব্রিজ পড়ায় আর যেতে পারিনি। বাচ্চাটি ট্রেনের সামনে ঝুলছিল। তার বুকে ট্রেনের সামনের রডে গেঁথে রয়েছে। আর মাথাটা সামনে এবং পাগুলো উল্টো দিকে (ট্রেনের নিচের দিকে) ঝুলে ছিল।’
কুমিল্লার সদর উপজেলার বিজয়পুরের রেল ক্রসিংয়ে তিন শিক্ষার্থীর ট্রেনে কাটা পড়ার দৃশ্য এভাবেই বর্ণনা দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী শরীফুল সুলতান। তিনি ব্যক্তিগত কাজে বুধবার (৯ মার্চ) বরুড়া থেকে কুমিল্লায় এসেছেন। বাড়ি ফেরার পথে ট্রেন আসায় রেল ক্রসিংয়ের ব্যারিকেড পড়ে যায়। তাই তাকে থামতে হয়েছিল।
তিনি বলেন, ‘আমার এখনও শরীর কাঁপছে। কী দেখলাম! চোখের সামনে দেখেছি, তিনটা বাচ্চাকে ট্রেন পিষে দিচ্ছে। কিন্তু কিছু করার ছিল না। সেখানে থাকা বাসের যাত্রীরাও চিৎকার করছিলেন। অনেকে আল্লাহু আকবার বলে চিৎকার দিচ্ছিলেন। কিন্তু আমাদের কী করার ছিল? শুধু চেয়ে চেয়ে নিজের মেয়ের বয়সী তিনটা মেয়ে শেষ হয়ে যেতে দেখলাম।’
এ প্রত্যক্ষদর্শী বলেন, ‘পরে খবর নিয়ে জানতে পারলাম, ট্রেনে যাকে মুখে করে নিয়ে গেছে। তার লাশ প্রায় এক কিলোমিটার দূরে লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনের রেললাইনে পাওয়া গেছে।’
এ প্রাণহানির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মৃতদের দাফন সম্পন্ন করতে তিন পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়েছে জেলা প্রশাসন।
মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে দুর্গাপুরে যান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘তদন্ত কমিটিতে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার ও জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছি।’
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন