ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসারণবাদী আচরণের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে-নাগরিক পরিষদ
সাস নিউজ ডেস্ক: ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবসে জাতীয়ভাবে পালনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নাগরিক পরিষদ নামের একটি সংগঠন।।
সম্মেলনে বক্তারা বলেছেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ১৬ মে আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে ফারাক্কা অভিমুখে প্রতিবাদ করে এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের রক্তনালি প্রবহমান গঙ্গা নদীর বুকে ফারাক্কা বাঁধ নির্মাণ করে রক্তপ্রবহ বন্ধ করে দিয়েছে ভারত। বাংলাদেশের ব্যাপক অঞ্চলে মরুকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। এই আধিপত্যবাদী সম্প্রসারণবাদী ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে মজলুম জননেতা মওলানা ভাসানী লাখ লাখ মানুষ নিয়ে ফারাক্কা অভিমুখে যে প্রতিবাদ করেছেন বিশ্ববাসীর আজো তা স্মরণে আছে। আমরা ভারতীয় আগ্রাসন মোকাবেলায় পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে জাতীয়ভাবে ঐতিহাসিক প্রতিবাদ দিবস পালন ও আসন্ন ২৬ মে হাসিনা-মোদি সম্ভাব্য বৈঠকে তিস্তা-ফারাক্কাসহ সব নদীর ন্যায্য পানির দাবি আদায়ে ভারতকে বাধ্য করতে আহ্বান জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, ১৬ মে ফারাক্কা প্রতিবাদ দিবস পালন করে ভারতীয় আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদী আচরণ, যৌথ নদীর পানি আগ্রাসন, বাংলাদেশের পানি লুটে নেয়া, মাদক প্রেরণ, শিল্প ধ্বংসে জন্য পরিকল্পিত চোরাচালন, নারী-শিশু পাচার এবং অমানবিক মানব অঙ্গপ্রত্যঙ্গ ব্যবসায় বন্ধে বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে সোচ্চার হতে হবে। ১৬ মের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মো: হারুন অর রশিদ খান প্রমুখ এ আহবান জানান।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন