ট্রেনে পাথর নিক্ষেপ রোধে পুলিশের নানা উদ্যোগ
চট্টগ্রাম সংবাদাদাতা: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে রেলওয়ে পুলিশ। এ সময় পাথর নিক্ষেপের কুফল সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
গতকাল বুধবার (৫ জানুয়ারি) রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রাম রেলওয়ে অফিসার ইনচার্জ নাজিম উদ্দিনের সভাপতিত্বে মিরসরাই উপজেলার বারৈয়ারহাট রেলক্রসিং এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ অত্যন্ত ভয়াবহ অপরাধ। রেলওয়ে স্টেশন এবং রেললাইনের আশেপাশে বসবাসরত লোকজনদের ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে এলাকার ছোট ছোট ছেলেমেয়েদের এবং স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীদের পাথর নিক্ষেপের কূফল, ভয়াবহতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ ছাড়াও পাথর নিক্ষেপের শাস্তি সম্পর্কে সবাইকে অবহিত করা হয়।
রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, প্রায় প্রতিদিনই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে রেলওয়ে পুলিশের নানান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ও কলোনিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন