অতিরিক্ত দায়িত্ব পেলেন ডিএনসিসির ৩ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: প্রশাসনিক কাজের স্বার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তিন জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে অন্য অঞ্চলেরও নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মোহম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই তিন কর্মকর্তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অন্য অঞ্চলের জন্যও অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। সোমবার (৩ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের দাফতরিক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়েককে নিজ দায়িত্বসহ অতিরিক্ত দায়িত্ব হিসেবে অঞ্চল ৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
একইভাবে অঞ্চল ৯ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়উর রহমানকে বদলি করে অঞ্চল ২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপশি তাকে অঞ্চল ১০ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
অন্যদিকে অঞ্চল ৩ এর আঞ্চালিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকীকে নিজ দায়িত্বসহ অঞ্চল ৯ এর অতিরিক্ত দায়িত্ব হিসেবে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন