শতাধিক নারীকে বিদেশে পাচার করেছেন শামসুদ্দিন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন এলাকা থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল রোববার রাতে তাকে আটক করা হয়। এ সময় একজন নারী ও তিনজন পুরুষকেও উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-মোমেন।
তিনি জানান, মানব পাচারকারী চক্রের টার্গেট দরিদ্র মানুষ। পাচারকারীরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে সহজ-সরল এই মানুষগুলোকে ফাঁদে ফেলে নিয়ে যাচ্ছে অন্ধকার জগতে। পাচারকারীদের পাতানো জালে জড়িয়ে অবৈধ পথে বিদেশ পাড়ি দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছেন এসব মানুষ। যার অধিকাংশই নারী। এই নারীদের বিদেশে লোভনীয় ও আকর্ষণীয় বিভিন্ন চাকরির কথা বলা হলেও তাদের বিক্রি করে দেওয়া হয় এবং জোরপূর্বক সম্পৃক্ত করা হয় ডিজে পার্টি ও পতিতাবৃত্তিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে।
তিনি আরও জানান, গতকাল রোববার রাতে র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানা এলাকা থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করে। আটক মো. শামসুদ্দিনের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একাধিক ব্যক্তির পাসপোর্ট এবং একটি বিএমইটি কার্ড জব্দ করা হয়।
র্যাব জানায়, বর্তমানে দুবাইয়ে অবস্থানরত মোহাম্মদ জিয়াউদ্দিনের পরিকল্পনা ও নেতৃত্বে এই ঘৃণ্য অপরাধ সংগঠিত হচ্ছে। জিয়ার সঙ্গে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে।
বিভিন্ন কোম্পানি ও গার্মেন্টস কারখানায় চাকরির প্রলোভনে এই প্রতারক চক্র মেয়েদের বিদেশ যেতে প্রলুব্ধ করে এবং কোনো তরুণী বিদেশ যেতে রাজি না হলে তাকে নানা হুমকি দেওয়া হয়। এ ছাড়া এই চক্র প্রবাসে যেতে ইচ্ছুক বহু পুরুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।
র্যাব আরও জানায়, শামসুদ্দিন এ পর্যন্ত শতাধিক নারীকে এভাবে বিদেশে পাচার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য
মন্তব্য করতে নিবন্ধন অথবা লগইন করুন